ছবি : প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় সাংবাদিক আব্দুর রহমান মিল্টনের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে শৈলকূপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সাংবাদিক আব্দুর রহমান মিল্টন ‘প্রতিদিনের বাংলাদেশ’ পত্রিকার ঝিনাইদহ জেলা প্রতিনিধি ও ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক। এছাড়া শৈলকূপা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
জানা গেছে, রোববার (৮ ডিসেম্বর) দুপুরে শৈলকুপার নতুন বাজারে বিএনপির পার্টি অফিসের পাশে এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা লাঠিসোঁটা, লোহার রড, হাতুড়ি দিয়ে ওই সাংবাদিকের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। এতে তার দুই পা, হাঁটু, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শৈলকূপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ আহত সাংবাদিক মিল্টনের খোঁজ-খবর নিয়েছেন এবং হামলাকারীদের গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
এম বুরহান উদ্দীন/এমআই