Logo
Logo

সারাদেশ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল জামায়াত নেতার

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪, ০৮:৫১

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল জামায়াত নেতার

জামায়াত নেতা মাওলানা মো. খোদা বখ্স । ছবি : প্রতিনিধি

দিনাজপুর সদর সরকারি কলেজ এলাকার মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় জামায়াত নেতা মাওলানা মো. খোদা বখ্স (৫৫) মারা গেছেন।

নিহত জামায়াত নেতা মাওলানা মো. খোদা বখ্স জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য এবং দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জামায়াত ঘোষিত এমপি প্রার্থী ছিলেন।

জানা গেছে, শনিবার (৭ ডিসেম্বর) আনুমানিক বেলা আড়াইটার দিকে দিনাজপুর সরকারি কলেজের সামনে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করান। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর ডক্টরস ক্লিনিকে স্থানান্তর করা হয়। সেখানে অস্ত্রোপচার শেষে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।

রোববার (৮ ডিসেম্বর) দুপুর ৪টা ২০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুর বিষয়টি উপজেলা জামায়াত নেতা এবং জেলা কর্ম পরিষদ সদস্য এস.এম হাদীউজ্জামান হাদী নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, তাকে আরও উন্নত চিকিৎসার জন্য ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়ার প্রস্তুতি চলছিল। এর আগেই তিনি মৃত্যুবরণ করেন।

এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর