শ্রীপুরে ট্রেনের নিচে ঝাঁপিয়ে গৃহবধূর আত্মহত্যা
শ্রীপুর প্রতিনিধি
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪, ১৪:০৯
প্রতিকী ছবি
গাজীপুরের শ্রীপুরে সাতখামাইর রেলওয়ে স্টেশন এলাকায় শিশুকে কোলে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক গৃহবধূ। তিনি ঘটনাস্থলে মারা গেলেও বেঁচে গেছে কোলের শিশুটি।
সোমবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আমতলা এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তি, ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার টাঙাব গ্রামের রাসেল আহমেদের স্ত্রী নাসরিন আক্তার। তিনি শ্রীপুরের মুলাইদ গ্রামে স্বামীর সাথে একটি ভাড়া বাসায় থাকতেন।
জানা গেছে, সাতখামাইর রেল স্টেশনের কিছুটা উত্তর দিকে ঢাকা-ময়মনসিংহ রেল সড়কে হঠাৎ শিশুকে নিয়ে ঝাঁপিয়ে পড়েন নাসরিন। চলন্ত ট্রেনের ধাক্কায় তারা দু‘জন রেললাইনের পাশে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই নাসরিনের মৃত্যু হয়। তবে গুরুতর আহত হয় কোলে থাকা শিশুটি। আহত অবস্থায় ওই শিশুকে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ওই নারীর স্বামী রাসেল আহমেদ বলেন, ‘সকালে ঘুম থেকে উঠে দেখতে পাই আমার স্ত্রী ও সন্তান ঘরে নেই। আশপাশে খুঁজেও তাদের পাওয়া যায়নি। বিষয়টি বাড়ির মালিককে জানায়েছি। এরপর স্ত্রীর সাথে থাকা মোবাইলে কল দিয়ে তার (স্ত্রীর) সঙ্গে কথা বলতে চেষ্টা করেন। এক পর্যায়ে স্ত্রী ফোন রিসিভ করে জানান, ‘তিনি তার সন্তান নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেছেন।’
প্রত্যক্ষদর্শী আতিকুল ইসলাম বলেন, ‘হঠাৎ লোকজনের চিৎকার শোনে দৌড়ে ঘটনাস্থলে উপস্থিত হই। পরে শিশু বাচ্চাটিকে উদ্ধার করে শ্রীপুর হাসপাতালে পাঠানো হয়েছে।’
স্থানীয় ইউপি সদস্য নাজমুল আকন্দ রনি জানান, ‘পারিবারিক কলহের জেরে বাচ্চাসহ ওই নারী চলন্ত ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে।’
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘এক নারী ট্রেনের নিচে কাটা পড়ে মারা যাওয়ার বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’
আতাউর রহমান সোহেল/এমআই