ছবি : প্রতিনিধি
বেগম রোকেয়া দিবস উদযাপন-২৪ উপলক্ষ্যে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় মহিলা বিষয়ক অধিদপ্তর খাগড়াছড়ি'র আয়োজনে ৪ নারীকে ‘জয়িতা’ সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষ্যে একটি র্যালি বের করে। পরে পৌর টাউন হল মিলনায়তনে এক আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা দেওয়া হয়।
শ্রেষ্ঠ জয়িতারা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন কারী তাসলিমা আক্তার বিথী, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী প্রত্যাশা চাকমা, সফল জননী বিপুলা চাকমা ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী ক্রাঞো মারমা।
সভায় খাগড়াছড়ি মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সুস্মিতা খীসার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।
আলোচনা সভা শেষে ৪ ক্যাটাগরিতে ৪জন নারীকে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম, সচেতন নাগরিক কমিটি'র সদস্য মোহাম্মদ জহুরুল আলম, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অ্যাড. জসিম উদ্দিন মজুমদার।
ছোটন বিশ্বাস/এমআই