কেশবপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত
মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪, ১৮:০১
যশোরের কেশবপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন করা হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এ উপলক্ষে জাতীয় সংগীত পরিবেশনের সাথে জাতীয় পতাকা উত্তোলন, মানববন্ধন, র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে ইউএনওর সভাকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন। স্বাগত বক্তব্য দেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোক্তার আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এএসএম জিল্লুর রশিদ, জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা ওয়ার্ডের পরিচালক সৈয়দ আকমল আলী, শিক্ষার্থী মাইমুনা খাতুন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, সমাধানের সিনিয়র ম্যানেজার কবি মুনসুর আলী।
এমএইচএস