নিহতের স্বজনরা আহাজারি করছেন। ছবি : বাংলাদেশের খবর
ঝিনাইদহের শৈলকূপায় আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত কৃষক বাদশা মোল্লা (৪০) মারা গেছেন। সোমবার (৯ ডিসেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বাদশা মোল্লা উপজেলার নিত্যানন্দনপুর ইউনিয়নের দীঘল গ্রামের রাহেন মোল্লার ছেলে। এর আগে শুক্রবার (৬ ডিসেম্বর) ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীঘলগ্রামের মোক্তার মোল্লার সমর্থকদের সঙ্গে মাহাতাব মোল্লার সমর্থকদের বিরোধ চলে আসছিল। এরই জেরে শুক্রবার উভয় পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে মোক্তার মোল্লার সমর্থক বাদশা মোল্লা গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।
এদিকে, তার মৃত্যুর সংবাদ এলাকায় পৌঁছালে প্রতিপক্ষের বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। আতঙ্কে ওই গ্রামে বসবাসকারীরা নিজেদের বাড়ির আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ মালামাল অন্য এলাকায় নিয়ে যেতে দেখা গেছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, ‘এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত। হত্যার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।’
এম বুরহান উদ্দীন/এমজে