Logo
Logo

সারাদেশ

বেগম রোকেয়া দিবসে খানসামায় জয়িতাদের সংবর্ধনা

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪, ১৯:৪০

বেগম রোকেয়া দিবসে খানসামায় জয়িতাদের সংবর্ধনা

‘নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি’ স্লোগানে দিনাজপুরের খানসামা উপজেলায়  আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও প্রতিকূলতাকে পাশ কাটিয়ে বিভিন্ন ক্ষেত্রে সফল নারীদের ‘জয়িতা সম্মাননা’ ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা শেষে ৫ জন জয়িতাকে এ সম্মাননা স্মারক ও সনদ উপহার দেওয়া হয়।

জয়িতা পুরস্কার প্রাপ্তরা হলেন, অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী কাচিনীয়া গ্রামের রশিদা বেগম,  শিক্ষা ও চাকরিতে সাফল্য অর্জনকারী হাসিমপুর গ্রামের ছাবিয়া খাতুন, সফল জননী গোয়ালডিহি গ্রামের আকলিমা খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা পাকেরহাট গ্রামের মোছা. রিনা ও সমাজ উন্নয়নে অবদান রাখা ছাতিয়ানগড় গ্রামের শ্রী মতি মুক্তি রাণী রায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফসানা মোস্তারীর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থীবৃন্দ ও সুধীজন।

এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর