রাজশাহীতে লফস’র স্মারকলিপি
জনসমাগমস্থল, বিনোদন ও শরীর চর্চার উন্মুক্ত স্থান নির্মাণের দাবি
মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪, ২০:১৩
বেসরকারি উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোশ্যাল ওয়েলফেয়ার (লফস) রাজশাহী সিটি কর্পোরেশনকে স্মারকলিপি প্রদান করেছে। স্মারকলিপিতে নগরীতে জনসমাগমস্থল, বিনোদন কেন্দ্র, এবং শরীরচর্চার জন্য উন্মুক্ত স্থান নির্মাণ, বর্তমান স্থানগুলো সংরক্ষণ ও নিরাপত্তা নিশ্চিতকরণের দাবি জানানো হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব মো. মোবারক হোসেনের কাছে স্মারকলিপি তুলে দেয় লফস। স্মারকলিপি প্রদান শেষে নগর ভবনে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন-২০০৯ অনুসারে, রাজশাহীতে নতুন উদ্যান নির্মাণ, পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ এবং সর্বসাধারণের সুবিধার্থে উন্মুক্ত স্থান সংরক্ষণ ও উন্নয়ন করা প্রয়োজন।
এছাড়া, সিটি কর্পোরেশনকে জনস্বাস্থ্য উন্নতির লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ক্ষমতা দেওয়া হয়েছে।
সেন্টার ফর ল এন্ড পলিসি এফেয়ার্সের সহযোগিতায় আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নুর-ই-সাঈদ, বাজেট কর্মকর্তা মো. শফিকুল ইসলাম খান, লফসের নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন, সহসভাপতি এ্যাডভোকেট নুসরাত মেহেজাবীন, রাসিকের উপসচিব (ভারপ্রাপ্ত) তৈমুর হোসেন এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
এমএইচএস