Logo
Logo

সারাদেশ

কিশোরগঞ্জে সাবেক ডিবি প্রধান হারুনের রিসোর্টে এনবিআরের অভিযান

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪, ২১:৫৯

কিশোরগঞ্জে সাবেক ডিবি প্রধান হারুনের রিসোর্টে এনবিআরের অভিযান

ছবি : বাংলাদেশের খবর

আলোচিত সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদের শতকোটি টাকার প্রেসিডেন্ট রিসোর্টে অভিযান চালিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সিআইসি টিম।

সোমবার (৯ ডিসেম্বর)  দুপুরে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামের পাশে অবস্থিত রিসোর্টে অভিযান চালানো হয়।

এনবিআর সিআইসি পরিচালক চাঁদ সুলতানা চৌধুরানীর নেতৃত্বে ৮ সদস্যের একটি দল এই অভিযান পরিচালনা করে। অভিযানে স্থানীয় উপজেলা প্রশাসন এবং থানা পুলিশের সদস্যরা সহায়তা করেন।

অভিযান শেষে সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির অভিযোগের বিষয়ে এনবিআর সদস্যরা স্থানীয়দের সঙ্গে কথা বলেন।

এ বিষয়ে সিআইসি পরিচালক চাঁদ সুলতানা চৌধুরানী জানান, ‘আমাদের কাছে তথ্য ছিল যে রিসোর্টে বিনিয়োগকারী, বিশেষত সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদের মা, স্ত্রী, ও শালক রাজস্ব ফাঁকির সঙ্গে যুক্ত। আয়কর ও আইন ২০২৩ এর ২০৪-২০৬ ধারা অনুযায়ী আমরা তল্লাশি চালাই। অভিযানের সময় রিসোর্টের জমি মাপা হয়েছে এবং সেখান থেকে ৪০টি ফাইল ও কম্পিউটারের ৪টি হার্ডডিস্ক জব্দ করা হয়েছে। তবে অভিযানকালে কাউকে পাওয়া যায়নি এবং রিসোর্ট সিলগালা করা হয়নি।’

মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মো. আব্দুল্লাহ আল মামুন জানান, ঢাকাস্থ এনবিআর টিম রাজস্ব ফাঁকি এবং অন্যান্য অভিযোগের তদন্তের জন্য প্রেসিডেন্ট রিসোর্টে অভিযান পরিচালনা করেছে।

আব্দুর রউফ ভূঁইয়া/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর