Logo
Logo

সারাদেশ

চুয়াডাঙ্গায় বিদেশি মদসহ আটক ৩

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৩

চুয়াডাঙ্গায় বিদেশি মদসহ আটক ৩

ছবি : প্রতিনিধি

চুয়াডাঙ্গার পৃথক স্থানে অভিযান চালিয়ে বিদেশি মদ, ফেনসিডিল ও গাঁজা উদ্ধারসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। 

সোমবার (৯ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

আটকরা হলেন- চুয়াডাঙ্গার দৌলতদিয়াড় বঙ্গজপাড়ার আহসান হাবীবের ছেলে তরিকুল ইসলাম (৪০), একই এলাকার শামীম হোসেনের ছেলে সোহেল রানা এবং ফার্মপাড়ার বাদশার ছেলে আসাদুল।

জানা গেছে, ৫৫ পদাতিক ডিভিশনের ওয়ারেন্ট অফিসার জাহিদুল আলম ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খানের নেতৃত্বে চুয়াডাঙ্গার দৌলতদিয়াড় বঙ্গজপাড়ায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। দুপুরে বঙ্গজপাড়ার তরিকুলকে ৪ বোতল অবৈধ বিদেশি মদ ও ৫ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। তার বিরুদ্ধে পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করেছেন।

এদিকে, চুয়াডাঙ্গা সদর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) এস.এম আশিস মমতাজের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান পৌর শহরের ফার্মপাড়ায় অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ আসাদুলকে আটক করে। ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড দেন।

এছাড়াও বঙ্গজপাড়া এলাকায় পৃথক অপর একটি অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ সোহেল রানা (২৮) আটক হন। ভ্রাম্যমাণ আদালতে তাকে এক মাসের কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড দেন।  

এমআই


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর