জামালপুরে হানাদার মুক্ত দিবস পালিত
মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ১৪:৫১
ছবি : প্রতিনিধি
জামালপুর হানাদার মুক্ত দিবস আজ। দিবসটি উদযাপন উপলক্ষ্যে জামালপুরের জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে শহরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি জেলা মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণ থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে দয়াময়ী এলাকায় শহীদ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়।
পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাছিনা বেগম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক, বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান হিরু প্রমুখ।
এ ছাড়াও দিনব্যাপী নানা কর্মসূচি পালন করছে জেলা প্রশাসন।
এমআই