Logo
Logo

সারাদেশ

চুয়াডাঙ্গা সীমান্তে পাচারের সময় ১০টি স্বর্ণের বার উদ্ধার

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ১৫:৪৪

চুয়াডাঙ্গা সীমান্তে পাচারের সময় ১০টি স্বর্ণের বার উদ্ধার

চুয়াডাঙ্গা জেলার দর্শনার নাস্তিপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। সোমবার (১০ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে দর্শনার নাস্তিপুর সীমান্তের একটি আমবাগান থেকে এ স্বর্ণের বারগুলো আটক করা হয়। সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) পরিচালক ও অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান। 

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, দর্শনা থানার অন্তর্গত বারাদী বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে স্বর্ণের একটি চালান পাচার হবে মর্মে গোপনে সংবাদ পায় বিজিবি। পরে সোমবার সকাল পৌনে ১০টার দিকে বারাদী বিওপির টহল কমান্ডার হাবিলদার খন্দকার ওবায়দুর রহমান ফোর্স নিয়ে সীমান্ত পিলার ৮০ থেবে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাস্তিপুরের একটি আমবাগানে অবস্থান নেয়। এসময় সন্দেহভাজন এক ব্যক্তিকে ওই এলাকা দিয়ে যেতে দেখে বিজিবি সশস্ত্র টহল দল তাকে চ্যালেঞ্জ করলে ওই ব্যক্তি তার কাছে থাকা একটি প্যাকেট ফেলে পালিয়ে যান।

পরে বিজিবির সদস্যরা ব্যাগটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে স্কচটেপ দিয়ে মোড়ানো দুটি পোটলায় আনুমানিক ১ কেজি ১৬৪ গ্রাম (৯৯.৭৯ ভরি) ওজনের ১০টি স্বর্ণের বার উদ্ধার করেন। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৩৮ লাখ টাকা।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, এ ঘটনায় ওই ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে বারাদী বিওপির হাবিলদার খন্দকার ওবায়দুর রহমান বাদী হয়ে দর্শনা থানায় একটি মামলা করেছেন। জব্দকৃত ১০টি স্বর্ণের বার চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর