Logo
Logo

সারাদেশ

‘ইসলাম শান্তির ধর্ম, এখানে সন্ত্রাসের স্থান নেই’

জামালপুরে সুফি সমাবেশ

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ১৭:০৪

‘ইসলাম শান্তির ধর্ম, এখানে সন্ত্রাসের স্থান নেই’

ইসলাম শান্তির ধর্ম, এখানে সন্ত্রাসের স্থান নেই। যারা বিভিন্ন সুফি-সাধকের মাজার ও দরবারে অস্ত্র নিয়ে হামলা ও অগ্নিসংযোগ করেছে, আমরা তাদের পাল্টা আঘাত করতে চাই না। ভালোবাসা দিয়ে ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে চলতে চাই।

মঙ্গবার (১০ ডিসেম্বর) জামালপুরে খাজা শাহ মুহাম্মদ ইউনুছ আলী এনায়েতপুরী (রহ.)-এর জীবন দর্শনের আলোকে অনুষ্ঠিত সুফি সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

দুপুরে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে খাজা শাহ মুহাম্মদ ইউনুছ আলী এনায়েতপুরী অনলাইন সুফি সংগঠন এ সমাবেশের আয়োজন করে। 

এ সময় সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হকের সভাপতিত্বে অধ্যাপক ড. গোলাম দস্তগীর, মাওলানা আব্দুল আওয়াল, মাওলানা রওনাকুল ইসলাম, অধ্যাপক ড. মো. আজম আলী খান প্রমুখ। 

এ সময় বক্তারা বলেন, ‘হিংসা-বিদ্বেষ নয়, ভালোবাসা দিয়ে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে হবে। সবাইকে সুফিবাদের পথে ধাবিত করতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।’

মেহেদী হাসান/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর