খানসামায় ৬ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা
মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৭
দিনাজপুরের খানসামা উপজেলায় অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই অভিযানে ৬টি প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে উপজেলার পাকেরহাট ও গোয়ালডিহি ভুল্লারহাট বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকানে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম।
জানা যায়, উৎপাদন ও মেয়াদের তারিখ ছাড়া পণ্য সংরক্ষণ, মুল্যতালিকা না থাকাসহ বিভিন্ন অপরাধের দায়ে পাকেরহাট বাজারের কফিল এন্টারপ্রাইজকে ৩ হাজার, জিয়া ট্রেডার্সকে ৩ হাজার, সাদিয়া ফল ভান্ডারকে ২ হাজার, কৃষি সম্ভারকে ৫ হাজার এবং ভুল্লারহাট বাজারের সুমন এন্টারপ্রাইজকে ৫ হাজার ও আসাদ এন্টারপ্রাইজকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তারসহ বাংলাদেশ পুলিশের সদস্যরা।
অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন, বাজার ব্যবস্থাপনা ভালো রাখতে এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে এই অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।
এমবি/এমএইচএস