Logo
Logo

সারাদেশ

সমন্বয়কদের গাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার ২

Icon

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ১৯:০৫

সমন্বয়কদের গাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার ২

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের গাড়িতে হামলার ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৯ ডিসেম্বর) দিবাগত রাতে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, উপজেলার পিরোজপুর গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে মোবারক হোসেন (৩০) ও বারদী ইউনিয়নের দামোদরদী এলাকার মৃত সামছুল ইসলামের ছেলে বিল্লাল মিয়া (৪৫)।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উপর সোনারগাঁয়ের মোগরাপাড়া এলাকায় ছিনতাইকারীদের হামলার ঘটনায় আমরা দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছি। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তার ও ছিনতাই হওয়া মোবাইল উদ্ধারে অভিযান চলমান।’ 

উল্লেখ্য, রোববার (৮ ডিসেম্বর) বান্দরবানের লামায় যাওয়ার পথে দিবাগত রাত দুইটার দিকে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইকারীদের কবলে পড়েন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

সজীব হোসেন / এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর