Logo
Logo

সারাদেশ

ভিডিও কলে বিয়ে, প্রবাসীর বিরুদ্ধে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ

Icon

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ১৯:২৯

ভিডিও কলে বিয়ে, প্রবাসীর বিরুদ্ধে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ

মালয়েশিয়া প্রবাসী সোহাগ শেখ

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় মালয়েশিয়া প্রবাসী সোহাগ শেখের (৩২) বিরুদ্ধে অর্থ হাতিয়ে নেওয়া, স্ত্রীকে মানসিক নির্যাতন এবং সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অভিযোগ উঠেছে।

ভিডিও কলে পারিবারিকভাবে বিয়ে এবং পরে রেজিস্ট্রি করার পরও স্ত্রী রিমা আক্তার (২৭) বর্তমানে মানসিক যন্ত্রণায় দিন কাটাচ্ছেন। রিমার অভিযোগ, সোহাগ যৌতুকের টাকা নিয়ে প্রবাসে পালিয়ে গিয়ে তার অন্তরঙ্গ ছবি ফেসবুকে ফেক আইডির মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন।

রিমা আক্তারের পরিবার জানায়, উপজেলার দক্ষিণ দিঘীরজান গ্রামের আলাউদ্দিন শেখের ছেলে সোহাগ শেখ ভিডিও কলের মাধ্যমে পূর্ব বানিয়ারী গ্রামের মোতালেব দরানির মেয়ে রিমা আক্তারকে পারিবারিক সম্মতিতে বিয়ে করেন। পরে, ২০১৫ সালের ১৪ অক্টোবর রেজিস্ট্রির মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের পর চার মাস দেশে থাকার পর সোহাগ বিদেশ যাওয়ার জন্য পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেন। রিমার বাবা মেয়ের ভবিষ্যতের কথা ভেবে ধারদেনা করে এ অর্থ প্রদান করেন।

রিমার দাবি, প্রবাসে যাওয়ার পর থেকেই সোহাগ তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। দেশে ফেরার অনুরোধে ক্ষিপ্ত হয়ে সোহাগ তার ব্যক্তিগত ছবি ফেসবুকে ফেক আইডির মাধ্যমে ভাইরাল করেন।

রিমা বলেন, ‘সোহাগ আমার অন্তরঙ্গ ছবি ছড়িয়ে আমাকে হেয় করেছে। সে আমাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে। আমি বিচার চাই।’

তবে সোহাগ শেখ তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি কোনো টাকা নিইনি বা ছবি ভাইরাল করিনি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে।’

এ বিষয়ে নাজিরপুর থানায় ফেসবুকের ভুয়া আইডির বিষয়ে সাধারণ ডায়েরি করেছেন রিমা। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

সৈয়দ বশির আহম্মেদ/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর