Logo
Logo

সারাদেশ

নির্বাচন ব্যবস্থা সংস্কারের দাবি জামালপুর গণতন্ত্র মঞ্চের

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ২১:০৮

নির্বাচন ব্যবস্থা সংস্কারের দাবি জামালপুর গণতন্ত্র মঞ্চের
জামালপুরে গণতন্ত্র মঞ্চের নেতাদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নেতারা সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন ব্যবস্থায় সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং আগামী নির্বাচনে গণতন্ত্র মঞ্চের প্রার্থিতা প্রসঙ্গে অবহিত করেন। বক্তারা সরকারের প্রতি সংস্কারের আহ্বান জানান এবং রাজনৈতিক মুক্তির লক্ষ্যে একসাথে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের সকালবাজার এলাকায় গণতন্ত্র মঞ্চের জেলা কার্যালয়ে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেএসডি জামালপুর জেলা শাখার সভাপতি হাসানুজ্জামান তালুকদার বাদল। সঞ্চালনা করেন জেএসডি জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সবুজ উদ্দিন তাজ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) জেলা শাখার সভাপতি আমির উদ্দিন।

প্রধান অতিথি শেখ রফিকুল ইসলাম বাবলু তার বক্তব্যে বলেন, ১৯৭১ সালে আমরা রণাঙ্গনে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। কিন্তু ৫৩ বছরে সেই কাঙ্ক্ষিত স্বাধীনতা আমরা পাইনি। সেই স্বাধীনতা ও মুক্তির লক্ষ্যে গত জুলাইয়ে গণঅভ্যুত্থান হয়েছে। কিন্তু আমাদের মুক্তির আকাঙ্ক্ষা যেন নষ্ট না হয়, সেই জন্য এখন আমাদের কাজ শুরু করা উচিত। আমরা সরকারকে বলেছি, প্রথমে সবকিছু সংস্কার করতে হবে, তারপর দ্রুত নির্বাচন দিতে হবে। সংস্কার না করে নির্বাচন হলে, ‘যেই লাউ, সেই কদু’র মত পরিস্থিতি হবে।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে গণতন্ত্র মঞ্চের নেতারা জানান, তারা একটি সুষ্ঠু নির্বাচন প্রত্যাশী, তবে তা অবশ্যই সংস্কারপূর্বক হতে হবে। 

এছাড়া, জামালপুর সদর আসন থেকে গণতন্ত্র মঞ্চের কোনো প্রার্থী প্রার্থী হবে কি না, এমন প্রশ্নের উত্তরে নেতারা জানান, সদর আসন থেকে প্রার্থী হিসেবে এক নাম্বারে আছেন তাদের নেতা, মাওলানা ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু। 

এমবি/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর