Logo
Logo

সারাদেশ

কেশবপুরে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

Icon

মাল্ডিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ২১:৪০

কেশবপুরে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

ছবি : বাংলাদেশের খবর

যশোরের কেশবপুরে নানা কর্মসূচির মধ্যে দিয়ে বিশ্ব মানবাধিকার দিবস-২০২৪ পালিত হয়েছে। ‘আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ, এখনই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা ও প্রতিবন্ধী, অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ, কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন, ইন্সপেক্টর (তদন্ত) শরীফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবির সুমন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সম্রাট হোসেন, রেফাত হোসেন মিরাজ, ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার নারী ও শিশু বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন ঝর্না।

স্বাগত বক্তব্য রাখেন ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার সিনিয়র সহসভাপতি মঞ্জরুল হোসেন ডাবলু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুষ্ময় হাওলাদার বিকাশ। 

আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। র‍্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় দুই শতাধিক প্রতিবন্ধী, দুস্থ-অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পৌর যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান বিশ্বাস, প্যারামেডিকেল টেকনোলজি ফাউন্ডেশনের (পিটিএফ) চেয়ারম্যান কে আজাদ ইকতিয়ার, বেসরকারি সংস্থা ওয়ার্ডের নির্বাহী পরিচালক সৈয়দ আকমাল আলী, শেকড়ের সন্ধানের প্রতিষ্ঠাতা পরিচালক মিজানুর রহমান মায়া, মডার্ন হাসপাতালের স্বত্ত্বাধিকারী রবিউল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুল আলম বুলবুল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান আজিজ, যুগ্ম আহ্বায়ক অহেদুর রহমান অন্তু, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি রাহাদুল হাসান সুজন, কেশবপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মশিয়ার রহমান, ক্রীড়া সম্পাদক মাছুম বিল্লাহ, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হাসান নাঈম, উজ্জ্বল অধিকারী, প্রচার সম্পাদক মোস্তফা কামাল, কোষাধক্ষ্য সঞ্জয় কুমার দাস, ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহিদ হাসান, কুটির শিল্প বিষয়ক সম্পাদক শাহানাজ পারভীন, সাংবাদিক পরেশ দেবনাথ, আব্দুল করিম, আব্দুল খালেক, সোহেল পারভেজ, এম এ রহমান, আক্তার হোসেন, সালাম মুর্শীদি, নারগিস পারভীনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

এনামুল হাসান/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর