Logo
Logo

সারাদেশ

সাভারে কুকুরের আক্রমণে আহত অর্ধশতাধিক

Icon

সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ০৮:০৬

সাভারে কুকুরের আক্রমণে আহত অর্ধশতাধিক

ছবি : প্রতিনিধি

সাভারের রেডিও কলোনী এলাকায় এক কুকুরের আক্রমণে অন্তত অর্ধশতাধিক পথচারী আহত হয়েছেন। আহতরা সাভারের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যার দিকে সাভারের রেডিও কলোনীর ফুটওভার ব্রিজের নিচে ঘটনাটি ঘটে। এছাড়াও কুকুরটি রেডিও কলোনি থেকে গেন্ডা বাসস্ট্যান্ড পর্যন্ত যাকে পেয়েছে তাকেই আক্রমণ করেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

আহতরা জানান, ‘ওই কুকুরটি সন্ধ্যার দিকে প্রথমে রেডিও কলোনি এলাকায় পথচারীদেরকে কামড়াতে শুরু করে। এ সময় কুকুরটি লোক দেখলেই তার ওপর ঝাঁপিয়ে পড়তে থাকে। কুকুরটি এ পর্যন্ত প্রায় ৬০ থেকে ৭০ জনকে কামড় দিয়েছে বলে জানা গেছে। এদের মধ্যে বেশিরভাগ পথচারী।’

আহতদের মধ্যে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫৪ জন, এনাম মেডিকেলে ৮ জন ও বাকিরা সুপার হসপিটালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা যায়।

শহিদুল ইসলাম নামের এক ভুক্তভোগী বলেন, ‘আমি গেরুয়া থেকে আঞ্চলিক সড়ক দিয়ে সাভারের রেডিও কলোনি এলাকার ঢাকা-আরিচা মহাসড়কে উঠি। মহাসড়কে ওঠা মাত্র একটি কালো রঙের মাঝ বয়সী কুকুর আমাকে আক্রমণ করে। এসময় ওই কুকুরটি কামড় দেয়। পরে আমি সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হই।’

সাভারের এনাম মেডিক্যালের ম্যানেজার মো. ইউসুফ বলেন, ‘মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত কুকুরে কামড় দেয়া ৮-১০ জন রোগী হাসাপাতালে এসেছেন। তাদের চিকিৎসা চলমান রয়েছে। এদের মধ্যে কয়েকজনের শরীরে কুকুরের আঁচড়ের দাগ রয়েছে।’

এ বিষয়ে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক কামরুন্নাহার বলেন, ‘রাত সাড়ে ৮ টা পর্যন্ত কুকুরের কামড়ে আহত হয়ে ৫৪ জন রোগী স্বাস্থ্য কেন্দ্রে এসেছেন। তাদের মধ্যে অন্তত ১৫-২০ গুরুতর আহত। তাদেরকে ঢাকা মেডিকেল ও মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন।’ 

হাসান ভুঁইয়া/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর