মণিরামপুরে পাইপ দোকানিকে খুন, মাঠে মরদেহ উদ্ধার
মণিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ১৩:০২
যশোরের মণিরামপুরে জহুরুল ইসলাম (৪৫) নামে এক পাইপ দোকানি ও টিউবওয়েলের মিস্ত্রি খুন হয়েছেন। তিনি উপজেলার গবিন্দপুর গ্রামের খোরশেদ আলীর ছেলে। বুধবার (১১ ডিসেম্বর) সকালে উপজেলার চিনাটোলা-কোনাকোলা সড়কের বাটবিলা নামক এলাকায় ফাঁকা মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
মণিরামপুর থানার পুলিশ জানায়, নিহত জহুরুল দীর্ঘদিন ধরে কোনাকোলা বাজারে পাইপের ব্যবসা ও টিউবওয়েলের কাজ করতেন। মরদেহের পাশ থেকে তার ব্যবহৃত মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে জহুরুলকে হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়েছে। মরদেহে মাথা ও শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
উপস্থিত এসআই তারামিয়া জানান, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং হত্যাকাণ্ডের কারণ ও অপরাধীদের শনাক্ত করতে কাজ করছে।
এইচকে/এমএইচএস