খুলনায় নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে কর্মশালা
মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ১৩:২৬
ছবি : প্রতিনিধি
নারী উদ্যোক্তাদের স্বাবলম্বী করে তুলতে এবং ব্যবসায় আগ্রহী করার লক্ষ্যে খুলনায় এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় খুলনার হোটেল জেলিকোতে এই কর্মশালার আয়োজন করে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)। এতে সহযোগিতা করে জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশের (নাসিব) কেন্দ্রীয় কমিটি কমিটি এবং খুলনা মহানগর নাসিব।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খুলনা মহানগর নাসিবের সভাপতি ইফতেখার আলী বাবু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিবের কেন্দ্রীয় সভাপতি মির্জা নুরুল গনি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন নাসিবের কেন্দ্রীয় সহসভাপতি মো. আরফি। খুলনার বিভিন্ন উপজেলা থেকে অসংখ্য নারী উদ্যোক্তা কর্মশালায় অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি মির্জা নুরুল গনি বলেন, ‘নাসিব সরকার ও বিভিন্ন সংস্থার সহযোগিতায় উদ্যোক্তাদের জন্য কাজ করছে। বিসিকসহ বিভিন্ন প্রতিষ্ঠান একযোগে কাজ করে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে। নারী উদ্যোক্তাদের পাশে দাঁড়িয়ে তাদের জন্য সহায়ক পরিবেশ তৈরিতে নাসিব প্রতিশ্রুতিবদ্ধ।’
কর্মশালায় উদ্যোক্তাদের ব্যবসায়িক পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন এবং আর্থিক সহযোগিতার নানা দিক নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা প্রশিক্ষণ থেকে ব্যাপকভাবে উপকৃত হয়েছেন বলে জানান। নারী উদ্যোক্তাদের স্বাবলম্বী করে তুলতে এমন উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
এইচকে/এমআই