কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়ায় গভীর রাতে সন্ত্রাসী কায়দায় জমি দখল ও লুটপাটের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়, প্রভাবশালী মহলের সহযোগিতায় দুর্বৃত্তরা সাবেক ইউপি সদস্য হামজালাল মেম্বারের জমি দখলের চেষ্টা চালায়।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী হামজালাল জানান, তিনি ২০১০ সালে ২৬ দশমিক ২৯ শতক জমি ক্রয় করেন। তখন থেকেই ভোগদখলে আছেন। সম্প্রতি সেখানে ৬০ লাখ টাকা ব্যয়ে বাড়ি নির্মাণ কাজ চলছিল। অভিযুক্তরা দলবদ্ধ হয়ে অস্ত্রসহ রাতের আঁধারে লুটপাট চালিয়ে প্রায় ৭ লাখ টাকার নির্মাণ সামগ্রী চুরি করে। এ সময় তারা নির্মিত বাউন্ডারি ভেঙে দেয়।
অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা হামজালালের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা জমি দখল ও লুটপাট চালায়। অভিযুক্তদের মধ্যে তজিল আহমদ, নবী হোসেন, সৈয়দ হোসেনসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।
হামজালাল বিষয়টি স্থানীয় চেয়ারম্যানদের জানান এবং টেকনাফ মডেল থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হলেও অভিযুক্তরা পালিয়ে যায়।
এ বিষয়ে জমির সাইনবোর্ড দেওয়া অভিযুক্ত আব্দুল্লাহর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।