Logo
Logo

সারাদেশ

টঙ্গিবাড়ীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ১৭:৪৪

টঙ্গিবাড়ীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে পুলিশের অভিযানে যুবলীগ, মহিলা লীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) উপজেলায় নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে টঙ্গিবাড়ী থানা পুলিশ।

তারা হলেন- টঙ্গিবাড়ী উপজেলার যশলং ইউনিয়নের বাঘিয়া গ্রামের আ. রশিদ শেখের ছেলে ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. রফিকুল ইসলাম (৫৪), যশলং গ্রামের মো. নাসিরের স্ত্রী ইউনিয়ন মহিলা লীগ সভাপতি শাহিদা (৪১) ও সোনারং টঙ্গীবাড়ি ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামের হোসেন শিকদারের ছেলে ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগ সভাপতি স্বপন শিকদার (৪৫)।

টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিদুল ইসলাম বলেন, মুন্সীগঞ্জ সদর থানার মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এমবি/ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর