তাড়াশে কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ১৭:৫২
সিরাজগঞ্জের তাড়াশে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) সকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা কৃষকদলের সভাপতি গোপাল চন্দ্রের নেতৃত্বে একটি র্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারও দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি স ম আফসার আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক এফ এম শাহ আলম, সদস্য সচিব রাজিব আহমেদ মাসুম, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো. আব্দুল হক, সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার শাহাদাত হোসেন প্রমুখ।
এমবি/ওএফ