টাঙ্গাইলে বাসচাপায় নারী নিহত, আহত ৪
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ১৮:১৫
বাসচাপায় বিধ্বস্ত অটোরিকশা।
টাঙ্গাইলের মির্জাপুরে বাসচাপায় বিথী আক্তার (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি অটোরিকশার যাত্রী ছিলেন। এ ঘটনায় অটোরিকশাচালকসহ গুরুতর আহত হয়েছেন ৪ জন।
বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে মির্জাপুর নতুন বাসস্ট্যান্ডের পূর্ব পাশে সার্ভিস লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিথী আক্তার মির্জাপুর পৌরসভার বাইমহাটি এলাকার ময়নাল হকের মেয়ে।
আহতরা হলেন, বিথীর মেয়ে ও দুই ভাতিজি এবং দেলদুয়ার উপজেলার শরিফ মিয়ার ছেলে অটোরিকশার চালক নয়ন মিয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে মির্জাপুর নতুন বাইপাস স্ট্যান্ডের পূর্ব পাশে সার্ভিস লেনে ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাস চলন্ত অটোরিকশাকে চাপা দিয়ে চলে যায়। তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়।
আহত ৩ শিশুর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুমুদিনী হাসপাতাল থেকে তাদের উন্নত চিকিৎসার জন্য শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এ ব্যাপার গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান বলেন, ‘সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়েছি। আহতদের চিকিৎসা চলছে। আমরা বাসস্ট্যান্ড এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা করছি।’
রাব্বি ইসলাম/এমজে