দুর্নীতি কমলে বৈষম্যও কমবে : দুদক চেয়ারম্যান
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ১৯:০৪
দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান ড. আবদুল মোমেন বলেছেন, জনপ্রত্যাশিত কাজগুলো অগ্রাধিকার পাবে। আমাদের প্রধান কাজ যেসব বিষয়ে বড় ধরনের দুর্নীতি হয়েছে, রাষ্ট্র বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ও যারা এগুলো করেছেন, তারা যাতে শেষ পর্যন্ত ছাড় না পান। সেই কাজ সঠিকভাবে যথাযথ তদন্তের মাধ্যমে যেন করতে পারি, সেদিকে লক্ষ্য রাখব।
বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে দুদকের প্রধান কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের দুদক চেয়ারম্যান এসব কথা বলেন।
আবদুল মোমেন বলেন, যে আন্দোলন থেকে নব বাংলাদেশের সৃষ্টি, সেটি ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্যের সূচনা মূলত দুর্নীতি থেকে। আমরা দুর্নীতিগ্রস্ত না হলে অনেক কম বৈষম্য হতো। আমরা যদি দুর্নীতি কমিয়ে আনতে পারি, তাহলে বৈষম্য ক্রমাগত কমতে থাকবে।
আজ বিকেল সাড়ে ৩টায় কাজে যোগ দিয়েছেন দুদকের নতুন চেয়ারম্যান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সদ্য সাবেক সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন। একই সময়ে দুদক কার্যালয়ে যান নতুন কমিশনার হিসেবে নিয়োগ পাওয়া অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী।
মঙ্গলবার সদ্য পদত্যাগ করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেনকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। একই সঙ্গে অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদকে কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়।
এমবি/ওএফ