শিববাড়িয়া নদী দখল-দূষণ বন্ধে সমন্বয় সভা
মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ১৯:২০
পটুয়াখালীর কলাপাড়ায় খাপড়াভাঙ্গা (শিববাড়িয়া) নদীর দখল, দূষণ বন্ধ করতে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১১ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম। সভাপতিত্ব করেন পরিবেশকর্মী মেজবাহ উদ্দিন মাননুর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির। খাপড়াভাঙ্গা নদীর সমস্যা ও বিরাজমান পরিস্থিতি বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেলার বিভাগীয় সমন্বয়কারী লিঙ্কন বায়েন।
এ সময় বক্তারা বলেন, এক সময়ে অন্তত ১২০ মিটার প্রস্থ শিববাড়িয়া নদী দখল ও দূষণে বর্তমানে ২০-৩০ মিটারে এসে নেমেছে। নদীর দুই তীরে আলীপুর ও মহিপুর মৎস্য বন্দরের কয়েকশ’ ব্যবসায়ী তাদের সকল বর্জ্য নদীতে ফেলছে। প্লাস্টিক, পলিথিন, ছেঁড়া জাল ও কর্কশিটের দূষণে একাকার হয়ে গেছে। নদীর দুই তীরে গড়ে উঠেছে শত শত স্থাপনা। নদীর প্রবেশপথ সংকুচিত হয়ে যাওয়ায় নদীতে ভাটার সময় ট্রলার চলাচল করতে পারছে না। নদীর দখল ও দূষণ বন্ধে সরকারি সহায়তা কামনা করেন নদী তীরের বাসিন্দা ও পরিবেশ কর্মীরা। নদীতীর দখল করে তোলা ইটভাটা ও করাতকল অপসারণের দাবি করেন বক্তারা।
জেলেরা জানান, শিববাড়িয়া নদীতে এখন ভাটার সময় ট্রলার চলাচল করতে পারে না। তাই ঝড়-জলোচ্ছ্বাস কিংবা দুর্যোগের সময় নিরাপদ আশ্রয়ে যাওয়ার সুযোগ নেই। এই নদী খনন করা প্রয়োজন। নদীর সীমানা চিহ্নিত করাও জরুরি।
মুক্ত আলোচনায় অংশ নেন সাংবাদিক আনোয়ার হোসেন আনু, আমির হোসাইন, এস কে রঞ্জন, হাবিবুল্লাহ খান রাব্বী, সুজন মৃধা, রাসেল কবির মুরাদ, জেলে আব্দুল মন্নান, আনোয়ার হোসেন, কৃষক মহিউদ্দিন প্রমুখ।
এমবি/ওএফ