বাগেরহাটে মাজার এলাকা থেকে দর্শনার্থীর লাশ উদ্ধার
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ২০:০০
বাগেরহাটে ঐতিহ্যবাহী খানজাহান আলী (রহ.)-এর মাজার এলাকা থেকে উজ্জল মাতুব্বর (২২) নামের এক দর্শনার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে মাজার সংলগ্ন রনবিজয়পুর গ্রামে ডোবা মরদেহটি উদ্ধার করে পুলিশ।
মরদেহে কোনো আঘাতের চিহ্ন ছিল না। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
উজ্জল মাতুব্বর গোপালগঞ্জ জেলার মোকসেদপুর উপজেলার মৃত হান্নান মাতুব্বরের ছেলে। তিনি মাজারের উরসে এসেছিলেন।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, ‘পরিবারের সদস্যরা জানিয়েছেন উজ্জল মাতুব্বর মৃগীরোগী ছিলেন। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
এমজে