Logo
Logo

সারাদেশ

বন্ধুর বিয়েতে যোগ দিতে ফরিদগঞ্জে সৌদি নাগরিক

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ২২:০৩

বন্ধুর বিয়েতে যোগ দিতে ফরিদগঞ্জে সৌদি নাগরিক

ছবি : বাংলাদেশের খবর

বন্ধুর বিয়েতে যোগ দিতে সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে বাংলাদেশে এসেছেন সৌদি নাগরিক আল ইব্রাহিম। তিনি বাংলাদেশে এসে আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন এবং বাঙালি বন্ধু আব্দুল্লাহ ফারুকের সঙ্গে বন্ধন আরও মজবুত করতে ও বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করেছেন।

বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এরপর চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের পাইকপাড়া ইউজি উচ্চ বিদ্যালয়ের মাঠে হেলিকপ্টারে অবতরণ করেন।

জানা যায়, ফরিদগঞ্জ উপজেলার জামালপুর গ্রামের হাবিবুর রহমান ও শাহানারা বেগম দম্পতির একমাত্র পুত্র আব্দুল্লাহ ফারুক ৮ বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরবে যান। সেখানে তার ভগ্নিপতি এমরান হোসেন পাটওয়ারীর মাধ্যমে সৌদি মালিক আল ইব্রাহিমের সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে। সম্প্রতি আব্দুল্লাহ দেশে ফিরে আসলে তার বিয়ের অনুষ্ঠানে আল ইব্রাহিমকে আমন্ত্রণ জানান। বিয়ের অনুষ্ঠানটি আগামী শুক্রবার (১৩ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে, যেখানে তিনি যোগ দেবেন।

এ বিষয়ে সৌদি নাগরিক আল ইব্রাহিম বলেন, ‘বন্ধু আব্দুল্লাহ ফারুক যখন আমাকে বিয়েতে যোগ দেয়ার আমন্ত্রণ জানায়, আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই। বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে তার কাছ থেকে শিখেছি, এবং তার বিয়েতে অংশগ্রহণের আগ্রহ ছিল।’

তিনি আরও বলেন, ‘এত সুন্দর আতিথেয়তা ও প্রাকৃতিক দৃশ্য আমাকে মুগ্ধ করেছে। এখানে এসে আমি আবারও বাংলাদেশে আসতে চাই।’

অন্যদিকে, প্রবাসী আব্দুল্লাহ ফারুক বলেন, ‘জীবনের কঠোর বাস্তবতায় প্রবাসে থাকতে হয়, কিন্তু সততা ও কর্মদক্ষতার মাধ্যমে অনেক কিছু অর্জন করা সম্ভব।’

তিনি বলেন, ‘আমার বন্ধু আল ইব্রাহিমের সঙ্গে ব্যবসা করছি এবং তার সাথেও দীর্ঘদিনের বন্ধুত্ব রয়েছে।’

ফারুক আরও বলেন, ‘প্রবাসীদের জন্য সততা ও নীতি অনুসরণ করা জরুরি। তা না হলে আমাদের সঙ্গে সৌদি আরবসহ অন্যান্য দেশের নাগরিকরা সম্পর্ক গড়বে না।’

আলআমিন ভূঁইয়া/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর