Logo
Logo

সারাদেশ

কালিয়াকৈরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

Icon

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ১৫:০৬

কালিয়াকৈরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরের কালিয়াকৈরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে  সিহান (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভোরে উপজেলার মৌচাক এলাকার হানিফ স্প্রিং মিলের সামনে এ ঘটনা ঘটে।

নিহত সিহান দক্ষিণ মৌচাক এলাকার নান্নু মিয়ার ছেলে। তিনি উত্তরার একটি কারখানায় চাকরি করতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে দুর্বৃত্তরা সিহানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত ও মারধর করে পালিয়ে যায়।

পরে মৌচাক ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

মৌচাক ফাঁড়ির এসআই সাইদুর রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন তিনি।

মো. দেলোয়ার হোসেন/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর