Logo
Logo

সারাদেশ

দেশ শাসন করতে হয় ভালোবাসা দিয়ে

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ১৬:৪১

দেশ শাসন করতে হয় ভালোবাসা দিয়ে

আইন দিয়ে কি দেশ শাসন করা যায়? দেশ শাসন করতে হয় ভালোবাসা দিয়ে। দেশ শাসন করতে হয় নিজের বিবেচনা বুদ্ধি দিয়ে বলে মন্তব্য করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) আব্দুল জলিল।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর ১২টায় মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মুন্সীগঞ্জ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মুন্সীগঞ্জ জেলায় আলু উৎপাদন, হিমাগারে সংরক্ষণ, হিমাগার হতে সরবরাহ পরিস্থিতি ও মূল্য স্বাভাবিক রাখার জন্য অংশীজনদের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) আব্দুল জলিল।

প্রধান অতিথির বক্তব্যে পরিচালক (যুগ্মসচিব) আব্দুল জলিল বলেন, আমরা একটা দৃশ্যমান পরিবর্তন চাই, পরিবর্তন চাই বলেই- আমরা একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছি। আলু হচ্ছে শতভাগ আমাদের দেশের প্রোডাক্ট। আমাদের দেশের প্রোডাক্ট সরকার চায় কৃষকরা যাতে তাদের ন্যায্য মূল্য পায়। 

তিনি বলেন, আমি সাবেক ইউএনও হিসেবে এখানে দায়িত্ব পালন করেছি। ফলে আমি আলুর ব্যবসার ধরন আমি বুঝতে পারি। কীভাবে কোল্ড স্টোরেজে নেওয়া হয়, কীভাবে বের হয়। তার (কৃষকের) একটা কস্টিং পরে। প্রতিবছর শেষের দুই মাস নভেম্বর ও ডিসেম্বর বা জানুয়ারিতে আলুর দাম বেড়ে যায়। বাকি সময় কোনো সমস্যা হচ্ছে না। 

আব্দুল জলিল বলেন, হঠাৎ যদি ৪০ টাকার আলু ৭৫ থেকে ৮০ টাকা হয়ে যায় এটা যেকোনো সরকারের জন্য বিব্রতকর। সরকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে যত ভয় পায়, অন্য কোনো বিষয়কে এতো ভয় পায় না। কোনো সরকারই অন্য বিষয়কে এত ভয় পায় না। কারণ, মানুষের কষ্ট লাঘব করাই সরকারের উদ্দেশ্য। সারাবছর আলুর দাম ৪০-৫০ টাকা হঠাৎ করে ২-৩ মাসে দাম বাড়তি থাকলে এটা সরকারের জন্য বিব্রতকর।

ভোক্তা অধিদপ্তরের এই পরিচালক বলেন, আপনারা যারা ব্যবসা করেন, আপনাদেরকে মানুষজন গালাগালি দিচ্ছে। সরকার আমাদেরকেও গালাগালি দিচ্ছে যে এরা বসে বসে ঘুমায়। আসলে আইন দিয়ে কি দেশ শাসন করা যায়! দেশ শাসন করতে হয় ভালোবাসা দিয়ে এবং দেশ শাসন করতে হয় নিজের বিবেচনা বুদ্ধি দিয়ে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় উপ-পরিচালক বিকাশ চন্দ্র দাস, মুন্সীগঞ্জ জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল-আসাদ, টঙ্গীবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিদুল ইসলাম, টঙ্গীবাড়ী প্রেসক্লাব ও উপজেলা ক্যাবের সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝি (ইফতেখার), টঙ্গীবাড়ী প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. নাজমুল ইসলাম পিন্টু, সাংবাদিক কাদির খান, হোসেন হালদারসহ কৃষক, কোল্ড স্টোরেজের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় দোকানদারসহ অনেকেই উপস্থিত ছিলেন।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর