Logo
Logo

সারাদেশ

রাজশাহী আদালত চত্বর

আ.লীগ নেতাকে বহনকারী প্রিজন ভ্যানে ডিম নিক্ষেপ

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ১৬:৪৭

আ.লীগ নেতাকে বহনকারী প্রিজন ভ্যানে ডিম নিক্ষেপ

রাজশাহীর আদালতে চত্বরে সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান আসাদকে বহনকারী প্রিজন ভ্যানে হামলা চালিয়েছে বিএনপি-জামায়াতের ক্ষুব্ধ নেতাকর্মীরা। 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজশাহীর এমএম-১ এর আদালতের সামনে এই ঘটনা ঘটে। এ সময় আসাদকে বহনকারী প্রিজন ভ্যানে ইট, কাদা ও ডিম নিক্ষেপ করে ক্ষুব্ধ নেতাকর্মীরা। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি। এর আগে আদালতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

এদিকে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে রাজশাহী নগরীতে নিহত দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় নগরীর বেয়ালিয়া থানার দুইটি মামলায় সাবেক এমপি আসাদুজ্জামান আসাদকে গ্রেপ্তার দেখিয়ে ও তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন রাজশাহী এমএম-১ এর আদালত। 

এর আগে ৫ ডিসেম্বর আসাদকে রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে হাজির করা হয়। ওই দিন আসাদকে আদালত থেকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নেওয়ার সময় ওই প্রিজনভ্যান ঘিরে আওয়ামী লীগের সমর্থকরা ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু; আসাদ ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ সহ আওয়ামী লীগের পক্ষে নানা স্লোগান দেন।

ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর