Logo
Logo

সারাদেশ

নিখোঁজের পর ডোবায় মিলল ছোট্ট আহনাফের নিথর দেহ

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ১৭:১১

নিখোঁজের পর ডোবায় মিলল ছোট্ট আহনাফের নিথর দেহ

ফেনীতে নিখোঁজের চারদিন পর আহনাফ নাশিত নামে ১০ বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত শিশু আহনাফ ফেনী একাডেমি এলাকার বাসিন্দা মাইনউদ্দিন সোহাগের ছেলে। সে ফেনী গ্রামার স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে ফেনী শহরতলী দেওয়ানগঞ্জ এলাকার একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।

জানা গেছে, আহনাফ নাশিত গত ৮ ডিসেম্বর সহপাঠীদের সাথে ফেনীর একাডেমি আতিকুল আলম সড়কে প্রাইভেট পড়তে যায়। প্রাইভেট শেষে সে আর বাসায় ফিরে আসেনি। নিখোঁজের পর থেকে নাশিতের বাবা মাইনউদ্দিন সোহাগের কাছে একটি নম্বর থেকে ১২ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। এ ঘটনায় মাইনউদ্দিন অজ্ঞাত কয়েকজনকে আসামি করে ফেনী মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

এ ঘটনায় পুলিশ একজনকে আটক করে। জিজ্ঞাসাবাদে পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে আজ দুপুরে ফেনীর দেওয়ানগঞ্জ থেকে নাশিতের লাশ উদ্ধার করা হয়ে। ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমান, ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

এ সময় নিখোঁজ আহনাফ নাশিতের বাবা মাইনউদ্দিন সোহাগ লাশটি তার ছেলের বলে শনাক্ত করেন। 

পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, অপহরণ মামলা দায়েরের ৮ ঘণ্টার মধ্যে জড়িত মূল হোতাসহ তিনজনকে আটক করা হয়েছে। ভিকটিমের লাশ উদ্ধার করেছি।

ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর