Logo
Logo

সারাদেশ

ভাঙ্গায় ২ গ্রামবাসীর সংঘর্ষ

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ১৯:৫৪

ভাঙ্গায় ২ গ্রামবাসীর সংঘর্ষ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দুই গ্রামবাসীর সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে মালিগ্রাম হাট সংলগ্ন হিরালদী গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়,সাউতিকান্দা গ্রামের মোস্তফা মাতুব্বরের ছেলে আওলাদ মাতুব্বর পিয়াজের বীজ বিক্রির টাকা হিরালদী গ্রামের বতু ও আবু সাঈদের নিকট বাকি থাকে। বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় আওলাদ মাতুব্বর তার বাকি টাকা চাওয়া নিয়ে বতুর ভাই আবু সাঈদের সঙ্গে কথা কাটাকাটির পর হাতাহাতির ঘটনা ঘটে। 

সেই জের ধরে বৃহস্পতিবার সকালে উভয় গ্রুপ সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র ঢাল-সরকি টেঁটা ও ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলতে থাকে। পরে স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ সময় ১৫ জন আহত হয়েছেন। 

গুরুতর আহত সরোয়ার মুন্সি (৫৫), সাজ্জাদ হাওলাদার (২৫), আইয়ুব শেখ, মনির দাই (৪৮), হান্নান দাই (৪৮) , শাকিল দাই (৩০), জনি মিয়া (৩৩), শহিদুল হাওলাদারকে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। 

এ বিষয়ে  ভাংগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকসেদুর রহমান বলেন, ‘সংঘর্ষের খবর পেয়েছি। একটি অভিযোগও পেয়েছি। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর