Logo
Logo

সারাদেশ

ভাঙ্গায় বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

Icon

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ২০:২১

ভাঙ্গায় বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

ফরিদপুরের ভাঙ্গায় বাসের ধাক্কায় মুক্তার মাতুব্বর নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় ওই বাস একটি মোটরসাইকেলকেও চাপা দেয়। এতে মোটরসাইকেলের চালক আহত হন।

বৃহস্পতিবার (১২) দুপুরে ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুখে ভাঙ্গা দক্ষিণপাড় বাসস্টান্ডে এ ঘটনা ঘটে। 

নিহত বৃদ্ধ উপজেলার আলগী ইউনিয়নের মাঝারদিয়া গ্রামের মৃত মকন মাতুব্বরের ছেলে।

আহত মোটরসাইকেল চালক সিদ্দিক শেখের বাড়ি ভাঙ্গা পৌরসভার হোগলাডাঙ্গী সদরদী গ্রামে। 

পুলিশ সূত্রে জানা যায়, টেকেরহাট থেকে ফরিদপুরগামী যাত্রীবাহী লোকাল বাস বেপরোয়া গতিতে ভাঙ্গা বাসস্ট্যান্ডে যাওয়ার সময় প্রথমে মোটরসাইকেল চালককে চাপা দেয়। পরে দ্রুত পালাতে গিয়ে পথচারী বৃদ্ধকে  পিষ্ট করে। গাড়ি রেখে ড্রাইভার পালাতে গেলে বিক্ষুব্ধ জনতা ধাওয়া করে ড্রাইভারকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন।

এ বিষয়ে ভাঙ্গা থানার পুলিশের উপপরিদর্শক মিজান বলেন, ‘বেপরোয়া গতিতে গাড়ি চালাতে গিয়ে প্রথমে মোটরসাইকেলকে ধাক্কা দেয় এক বাসচালক। পরে পালাতে গিয়ে বৃদ্ধকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন তিনি।  ড্রাইভারকে আটক করেছি এবং গাড়িটি জব্দ করা হয়েছে।’

এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর