Logo
Logo

সারাদেশ

লালমনিরহাটে সার ব্যবসায়ীকে জরিমানা

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ২০:৩৪

লালমনিরহাটে সার ব্যবসায়ীকে জরিমানা

লালমনিরহাটে ৩৩১ বস্তা সার জব্দ করে হিরা লাল রায় নামে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব সার জব্দ ও জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক আদিতমারী উপজেলা সহকারী কমিশনার(ভুমি) রওজাতুন জান্নাত। 

অবৈধ মজুতদার হিরা লাল রায় আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের আরাজি দেওডোবা গ্রামের হর সুন্দর বর্মনের ছেলে। 

জানা গেছে, রবি মৌসুমে ফসল চাষাবাদের শুরুতে সারের কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দামে সার বিক্রি করছেন কতিপয় অসাধু বিক্রেতা। এ কারণে জেলাব্যাপী সার নিয়ে কৃষকদের মধ্যে হাহাকার উঠেছে। সারের বাজার নিয়ন্ত্রণে মজুতদার ও অবৈধ সার বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান শুরু করে জেলা প্রশাসন। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত ও উপজেলা কৃষি অফিসার ওমর ফারুক পুলিশ নিয়ে বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 

এ সময় উপজেলার ভাদাই ইউনিয়নের আরাজি দেওডোবা গ্রামের হিরা লাল রায়ের দোকান, বাড়ি ও ভাড়া নেওয়া গুদামসহ ৪টি স্থান থেকে ৩৩১ বস্তা সার জব্দ করে অবৈধভাবে সার মজুতের অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক আদিতমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত বলেন, ‘হিরা লাল রায় নামে একজন অনুমোদনহীন সার বিক্রেতার দোকান বাড়ি ও পাশের বাড়িতে অবৈধ মজুদ করে রাখা ৩৩১ বস্তা সার জব্দ করা হয়েছে। সার মজুদের দায়ে তার ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।’

লালমনিরহাট জেলা প্রশাসক এইচএম রকিব হায়দার বলেন, ‘সারের অবৈধ মজুদ রোধে জেলাব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। অবৈধ মজুদের দায়ে সার জব্দসহ অসাধু ব্যবসায়ীদের জরিমানা আদায় করা হচ্ছে। জেলায় সারের কোনো সংকট নেই।’

এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর