চোরাই পথে নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রের মালামাল বিক্রি
মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ২০:৪২
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালীতে নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রসহ বিভিন্ন মেগা প্রকল্পের কাজে ব্যবহৃত স্টিল ও লোহার মালামাল ফ্রি-স্টাইলে চোরাই পথে বিক্রি হচ্ছে। স্থানীয় ভাষায় একে ভাঙ্গারি ব্যবসা বলা হয়।
২০১৬ সাল থেকে রাজনৈতিক দলের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে এ অবৈধ বাণিজ্য চলছে। রাতারাতি কোটি টাকা আয় করার এটি একটি মোক্ষম সুযোগ। পাওয়ার প্লান্টের একটি চক্র এর সঙ্গে সরাসরি জড়িত রয়েছে।
পাওয়ার প্লান্টের চক্রের সহযোগিতায় দিনরাত নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্র থেকে চোরাই মালামাল টলি গাড়িতে করে পাচার হচ্ছে কলাপাড়া এবং পার্শ্ববর্তী উপজেলা আমতলী শহরে। পাচারকালে চোরাই মালসহ টলিগাড়ি স্থানীয় ও পুলিশের হাতে ধরাও পড়েছে অনেকবার। কিন্তু ধামাচাপা হয়ে যায়। এর কারণে সরকারের মেগা প্রকল্প কাজের বাধাগ্রস্ত হচ্ছে বলে ধারণা সচেতন মহলের।
নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রের চোরাই মালামাল উদ্ধার করার জন্য দ্রুত প্রশাসনিক অভিযান এবং যেসব দোকানে চোরাই মালামাল বিক্রি করে সেসব দোকান সিলগালা করার দাবি করছেন সচেতনমহল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, বিদ্যুৎকেন্দ্র মেগা প্রকল্পের কেউ আমাদের কাছে অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
এমজে