Logo
Logo

সারাদেশ

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ ফাঁসের ঘটনায় আ. লীগ নেতা গ্রেপ্তার

Icon

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ২১:৪০

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ ফাঁসের ঘটনায় আ. লীগ নেতা গ্রেপ্তার

বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্বাস হোসেন মন্টু।

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ ফাঁসের ঘটনায় দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় বরগুনা আব্বাস হোসেন মন্টু নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।  তিনি বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে বরগুনা সদর উপজেলার রোডপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বরগুনা সদর থানা পুলিশ।

পুলিশ জানায়, আব্বাস হোসেন মন্টু তার বাড়িতে অবস্থান করছিলেন, যেখানে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।

গত ১২ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবিরের ফোনালাপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ফোনালাপের এক পর্যায়ে জাহাঙ্গীর কবির শেখ হাসিনাকে বলেন, ‘আপা, আপনি ঘাবড়াবেন না, মনোবল হারাবেন না। আপনি ঘাবড়ালে আমরা দুর্বল হয়ে যাই। আমরা শক্ত আছি।’ এই ফোনালাপের বিষয়টি নিয়ে বরগুনা থানায় সাব-ইন্সপেক্টর মো. শামীম বাদী হয়ে রাষ্ট্রদ্রোহী মামলা দায়ের করেন।

এরপর ১৪ আগস্ট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবিরকে গ্রেপ্তার করা হয়। যিনি বর্তমানে বরগুনা জেলা কারাগারে রয়েছেন।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান বলেন, ‘নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আব্বাস হোসেন মন্টু মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে।’

খান নাঈম/এআরএস

খান নাঈম

বরগুনা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর