Logo
Logo

সারাদেশ

পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধার করল পুলিশ

Icon

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৫০

পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধার করল পুলিশ

হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিচ্ছেন পুলিশ সুপার খাঁন মুহাম্মাদ আবু নাসের। ছবি : প্রতিনিধি

পিরোজপুর জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের সফল প্রচেষ্টায় ২৫টি হারানো মোবাইল ফোন ও বিকাশ থেকে প্রতারিত করে নেওয়া ১৫ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে পিরোজপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন পুলিশ সুপার খাঁন মুহাম্মাদ আবু নাসের।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খাঁন এবং সাইবার ক্রাইম মনিটরিং সেলে’র সদস্যরা উপস্থিত ছিলেন।

পিরোজপুরে বিভিন্ন স্থানে হারিয়ে যাওয়া ২৫টি মোবাইল ফোন সাধারণ ডায়েরি (জিডি) মূলে তথ্য প্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন স্থান থেকে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল উদ্ধার করে। মোবাইল ফোন ফিরে পাওয়ায় অনুষ্ঠানে ভুক্তভোগীরা সন্তুষ্টি প্রকাশ করেন। 

এ সময় পুলিশ সুপার খাঁন মুহাম্মাদ আবু নাসের বলেন, ‘আমাদের সাইবার ক্রাইম মনিটরিং সেল এখন অনেক দক্ষ। প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে হারানো মোবাইল ফেরত পাওয়াসহ অপরাধী শনাক্তে দারুণ ভূমিকা রাখছে। হারানো মোবাইলগুলো প্রকৃত মালিকদের ফেরত দিতে পেরে আমাদেরও খুব ভালো লাগছে। জনস্বার্থে এরকম উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে।’

সৈয়দ বশির আহম্মেদ/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর