Logo
Logo

সারাদেশ

চাঁদপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ০৯:০৫

চাঁদপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ

ছবি : প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণ সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সাবেক ছাত্রদল নেতারা।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলা পরিষদ সম্মুখ থেকে বের হয়ে শহরের বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সাবেক ছাত্রদল নেতারা।

বক্তারা বলেন, দুর্দিনের কাণ্ডারি জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। চাঁদপুরবাসীর আস্থা ও বিশ্বাসের প্রতীক তিনি। শেখ ফরিদ আহমেদ মানিক একদিনে তৈরি হয়নি। তিনি জেল, জুলুম ও নির্যাতন সহ্য করেছেন। তার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে।

মিছিলে সাবেক ছাত্রদল নেতা মাসুদ রানা, ইবনে মামুন, উজির, রবিউল ব্যাপারী, রনি আখন্দ, হাবিব খান, মো. রাহিম, কাদিরসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

আলআমিন ভূঁইয়া/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর