Logo
Logo

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার

Icon

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ১৫:০২

ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পৃথক তিনটি অভিযানে এক হাজার ৫০০ পিস ভারতীয় ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)’র অধিনায়ক লে. কর্নেল মো. ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ এই তথ্য জানান।

বিজিবির অধিনায়ক জানান, গত বৃহস্পতিবার ও শুক্রবারে গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় সীমান্তের ২০০ গজ বাংলাদেশের ভেতরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পশ্চিম কালাছড়া ও বিষ্ণপুর এবং আখাউড়া উপজেলার কাশিনগর নামক এলাকায় পৃথক তিনটি বিশেষ অভিযানে এক হাজার ৫০০ পিস ভারতীয় ইয়াবা, ১০০ বোতল ইস্কফ, ৯৬ কেজি গাঁজা এবং দুই বোতল বিয়ার উদ্ধার করা হয়। যার সিজার মূল্য আট লক্ষ ২৬ হাজার পাঁচশত টাকা। 

এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর