Logo
Logo

সারাদেশ

ঘন কুয়াশার সঙ্গে হিম বাতাস, তীব্র শীতে বিপাকে দক্ষিণের মানুষ

Icon

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ১৫:৩৮

ঘন কুয়াশার সঙ্গে হিম বাতাস, তীব্র শীতে বিপাকে দক্ষিণের মানুষ

পটুয়াখালীতে ঘন কুয়াশার সঙ্গে বইছে উত্তরের হিম বাতাস। তীব্র শীতে কাবু হয়ে পড়েছে সাধারণ মানুষ। কুয়াশার ঘনত্বে বেলা বাড়লেও দেখা মিলছে না সূর্যের। দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল নয়টায় জেলায় এ মৌসুমের সর্বনিম্ন ১১.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করছে আবহাওয়া অফিস। 

তীব্র ঠান্ডায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। চরম বিপাকে পড়েছেন গভীর সাগরে অবস্থানরত মাছ শিকারী জেলেরা। খড়কুটো জালিয়ে শীত নিবারণের চেষ্টা চালাচ্ছেন হতদরিদ্ররা। 

এদিকে জেলার সকল হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা।

এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর