ভাঙ্গায় একই সাথে দুর্ঘটনার শিকার চার গাড়ি
মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ১৬:২৬
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় চারটি গাড়ি একসাথে দুর্ঘটনার শিকার হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ৮ টার দিকে এমন দুর্ঘটনা ঘটে।
টোলপ্লাজায় ডিউটিরত আনসার সদস্য রাজীব হোসেন জানান, প্রথমে একটি মাইক্রোবাস দ্রুত গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে টোলপ্লাজার সেফটি পিলারের সাথে ধাক্কা দেয়। এর কিছু সময় পরে সাকুরা পরিবহনের একটি গাড়ি ওভার স্পিডে এসে প্রথমে একটি কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানটি উল্টে পড়ে যায় এবং সাথে সাথেই সাকুরা গাড়িটি বাম সাইডের একটি প্রাইভেটকারে ধাক্কা দেয়। ওভার স্পিডে থাকার জন্য এই দুইটি গাড়িকে ধাক্কা দেওয়ার পরেও সাকুরা গাড়িটি কনস্ট্রাকশন এরিয়ার মধ্যে বাঁশ ভেঙ্গে ঢুকে যায়।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মামুন জানান, সকালে একসাথে চারটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে৷ তবে এই দুর্ঘটনায় কোনো হতাহত হয়নি।
এমবি