Logo
Logo

সারাদেশ

‘হাসিনা জামায়াত নিষিদ্ধ করেছিল, জনগণ আ.লীগকে দেশছাড়া করেছে’

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ১৮:২২

‘হাসিনা জামায়াত নিষিদ্ধ করেছিল, জনগণ আ.লীগকে দেশছাড়া করেছে’

কুমিল্লা অঞ্চলের টিম সদস্য ও সাবেক জেলা আমির অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া বলেছেন, ফ্যাসিস্ট হাসিনা জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করেছিল। কিন্তু এ দেশের জনগণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেশছাড়া করেছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) ফেনী সদর উপজেলার ধর্মপুরের আমতলী বাজার ঈদগাহ ময়দানে জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্বে করেন ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবদুল হালিম। সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি মাওলানা কাজী নুরুল হুদা।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কুমিল্লা অঞ্চলের টিম সদস্য ও সাবেক জেলা আমির অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফ, জেলা সেক্রেটারি মাওলানা আবদুর রহিম, জেলা সহকারী সেক্রেটারি এড. জামাল উদ্দিন, সদর উপজেলা আমির মাওলানা নাদেরুজ্জামান। 

এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এড. খোন্দকার জিয়াউর রহমান, উপজেলা সেক্রেটারি অধ্যাপক শিহাব উদ্দিন, মাওলানা ইব্রাহীম খলিল, মাওলানা আতিকুল করিম প্রমুখ।

প্রধান অতিথি অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া বলেন, ফ্যাসিস্ট হাসিনা জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করেছিল। কিন্তু এদেশের জনগণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেশছাড়া করেছে। আগামীর বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, জামায়াতে ইসলামী দলমতের ঊর্ধ্বে উঠে জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে চায়।

অধ্যাপক আবু ইউসুফ বলেন, যাদের জীবনের বিনিময়ে দেশবাসী সর্বগ্রাসী জুলুমের হাত থেকে মুক্তি পেয়েছে সেই সব বীর শহীদদের জামায়াত দলীয়ভাবে বিবেচনা করে না। তারা জাতীয় বীর। 

এমবি/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর