বাউফলে ৪০ কোটি টাকা মূল্যের খাস জমি উদ্ধার
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ২০:২৯
পটুয়াখালীর বাউফলে প্রায় ৪০ কোটি টাকার মূল্যের দখলকৃত প্রায় ৫শ একর খাস জমি উদ্ধার করে লাল নিশান উড়িয়ে দেওয়া হয়েছে। অনেক বছর ধরে স্থানীয় প্রভাবশালীরা সরকারি এই জমি ভোগ দখল করে আসছিল।
সহকারী কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ডুর নেতৃত্বে গত দেড় মাস ধরে উদ্ধারপ্রক্রিয়া চালিয়ে শুক্রবার (১৩ ডিসেম্বর) এই খাস জমি উদ্ধার করা হয়।
ভূমি অফিসের তথ্য অনুযায়ী, ধুলিয়া ইউনিয়নের চর বাসুদেব পাশা, চর তাবলিগ, চর জাফরাবাদ, চর ঈশান কেশবপুর ইউনিয়নের চর মমিনপুর, কাছিপাড়া ইউনিয়নের চর রগুউদ্দিন ও চন্দ্রদ্বিপ ইউনিয়নের চর রায় সাহেব, চর মিয়াজান, চর নিশান, দেশ নিমদি, চর ব্যারেট গ্রামে প্রায় ৫শ একর খাস জমি ওইসব এলাকার ১৫-২০ জনের প্রভাবশালীরা বছরের পর বছর দখল করে চাষাবাদ করে আসছিল।
এছাড়া এসব খাস জমি তারা রবি মৌসুমে তরমুজ, ডাল ও বাদাম চাষের জন্য প্রতিবেশী ভোলা জেলার বোরহানউদ্দিন, লালমোহন ও রাঙাবালি উপজেলার কৃষকদের কাছে একসোনা বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিত। তারা ১০ থেকে ১৫ হাজার টাকা করে একসোনা জমি বিক্রি করত। এই উপজেলায় আনুমানিক ১১শ-১২শ একর খাস জমি রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ও সহকারী কমিশনার প্রতীক কুমার কুন্ড বলেন, আনুমানিক ৫শ একর খাস জমি শনাক্ত করে সেখানে লাল নিশান উড়িয়ে দেওয়া হয়েছে। খাস জমি শনাক্তের কাজ চলমান রয়েছে। এই উপজেলায় অনেক বছর ধরে ভূমি জরিপ না হওয়ায় সুনিদির্ষ্ট করে বলা যাচ্ছেনা কি পরিমাণ খাস জমি রয়েছে। তবে আনুমানিক ১১শ-১২শ একর খাস জমি থাকতে পারে। খাস জমি শনাক্তের কাজে সংশ্লিষ্ট তহসিল অফিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমাকে সহযোগিতা করেছেন।
আরিফুল ইসলাম সাগর/এমবি