কেশবপুর বড় কাঁচাবাজার কমিটির পরিচিতি সভা
মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ২০:৫০
যশোরের কেশবপুর পৌর শহরের বড় কাঁচাবাজার কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে পৌর শহরের বড় কাঁচাবাজার চান্নীতে ওই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন কেশবপুর বড় কাঁচাবাজার কমিটির উপদেষ্টা আলা উদ্দীন বিশ্বাস। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ, সিনিয়র সহসভাপতি কুতুবউদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস। এছাড়া বক্তব্য রাখেন কেশবপুর বড় কাঁচাবাজার কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক শেখ আব্দুল হামিদ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবির সুমন, পৌর বিএনপির ৪ নং ওয়ার্ডের সভাপতি উবাইদুল হক, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুল আলম বুলবুল, উপজেলা যুবনেতা আলমগীর সিদ্দিক, তরিকুল ইসলামসহ প্রমুখ।
কেশবপুর বড় কাঁচাবাজার কমিটির নবনির্বাচিতরা হলেন- সভাপতি আব্দুল জলিল, সহ সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ আব্দুল হামিদ, সহ সাধারণ সম্পাদক তৌহিদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক কৌশিক বিশ্বাস, কোষাধ্যক্ষ মোক্তার আলী সরদার, দপ্তর সম্পাদক হাসান, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক ইদ্রিস শেখ, সাধারণ সদস্য রফিক, ইব্রাহিম, আবু হুরায়রা, আমিনুর ইসলাম, জাহিদুর বিশ্বাস হালিম শেখ, রুহুল আমিন।
এছাড়াও প্রধান উপদেষ্টা সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, সাবেক কাউন্সিলর কুতুব উদ্দিন বিশ্বাস, আলাউদ্দিন বিশ্বাস, আব্দুল বারিক বিল্লাল হোসেন, রবিউল ইসলামকে উপদেষ্টা করে ২১ বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
এমবি