Logo
Logo

সারাদেশ

সোনাগাজীতে ধর্ষণের দায় স্বীকার, আদালতে জবানবন্দি

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ২১:১৮

সোনাগাজীতে ধর্ষণের দায় স্বীকার, আদালতে জবানবন্দি

ফেনীর সোনাগাজীতে জন্মনিয়ন্ত্রণ বড়ি খাইয়ে নিজ কন্যাকে দুই বছর ধরে ধর্ষণের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন নুরুল আফসার (৫০)। পরে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার (১৩ ডিসেম্বর) ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াউদ্দিন আহমেদের আদালতে তিনি এই জবানবন্দি দেন। একই সাথে ভুক্তভোগীও ২২ ধারায় জবানবন্দি দিয়েছেন। এরপর বিকালে ফেনী জেনারেল হাসপাতালে তার শারীরিক পরীক্ষাও সম্পন্ন হয়েছে।

গত বৃহস্পতিবার উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের মীর্জাপুর গ্রামের সিরাজ প্রফেসরের বাড়ির নুরুল আফসারকে নিজ কন্যাকে ধর্ষণের অভিযোগে গণপিটুনি দিয়ে পুলিশে দেয় স্থানীয় জনতা।

পুলিশ, এলাকাবাসী ও ভুক্তভোগী জানায়, নুরুল আফসার প্রথম স্ত্রীকে তালাক দিয়ে তার সন্তানকে তার কাছে রেখে ২০১৬ সালে দ্বিতীয় বিয়ে করেন। প্রথম স্ত্রীর অন্যত্র বিয়ে হয়ে গেছে। দ্বিতীয় ঘরেও তিনজন সন্তান রয়েছে। তার সাথে দাম্পত্য কলহ শুরু হলে তার দ্বিতীয় স্ত্রীও সন্তানদের নিয়ে শ্বশুর বাড়িতে বসবাস করেন। প্রথম স্ত্রীর ১৬ বছর বয়সী কিশোরী কন্যা একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির সমাপনী পরীক্ষা দিয়েছেন। কিন্তু ওই কন্যাকে বিগত দুই বছর যাবৎ নিজ বাড়িতে রেখে আফসার ধর্ষণ করছেন। তাকে জন্মনিয়ন্ত্রণ বড়ি খাওয়াত। তাকে হুমকি দিত বিষয়টি যেন কাউকে না জানায়। সবশেষ গত ৪ ডিসেম্বর রাতে ঘুম থেকে তুলে জন্মনিয়ন্ত্রণ বড়ি খাইয়ে তার রুমে নিয়ে তাকে ধর্ষণ করে। ৫ ডিসেম্বর ওই কিশোরী বিষয়টি কয়েকজন প্রতিবেশীকে জানিয়ে দেন। এরপর আফসার পালিয়ে যান। বৃহস্পতিবার সকালে স্থানীয় জনতা মঙ্গলকান্দি ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বায়েজিদ আকন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর