দরিদ্র কিশোর আব্দুল্লাহ। নুন আনতে পান্তা ফুরায় তার। এক হালের গরু দিয়ে টানতে হয় ছয় সদস্যের পরিবারের ঘানি। কনকনে শীত নিবারণে পাতলা কাপড়ে খুঁজতে হয় ওম।
চার সদস্যের পরিবার জন্মান্ধ ফজলুর। ভিক্ষা করে কোনো রকমে চলে সংসার। কখনো কখনো দুবেলা পেট পুরে খাওয়াই দায়। এই শীতে তার সম্বল শুধু একটি ছেড়া কাঁথা।
প্রতিবন্ধী রেখার বিষাদগাথা কৈশোর। নানির কাঁধে ভর দিয়ে চলে তার সংসার। কখনো পেটের দায়ে হাত ফেলতে হয় অন্যের দরজায়। শীত নিবারণে সম্বল শুধু বদন ঢাকা পাতলা শাড়িটিই।
এমন হাজারো দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ব্রাইট।
শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোলার দৌলতখান উপজেলার দেড় হাজার দুস্থ মানুষের হাতে শীত নিবারণে কম্বল তুলে দেন সংগঠনটির সদস্যরা।
সংগঠনটির সভাপতি তানভির আহমেদ সুমন বলেন, দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ব্রাইট। প্রতি বছরের মতো এবারও হতদরিদ্র মানুষের মাঝে উপহার হিসেবে আমরা শীতবস্ত্র বিতরণ করেছি। এবার আমরা দেড় হাজার মানুষের হাতে এই শীতবস্ত্র তুলে দিয়েছি আমাদের স্বেচ্ছাসেবীদের মাধ্যমে।
এদিন উপজেলার সৈয়দপুর ইউনিয়ন পরিষদ মাঠে শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে আরও উপস্থিত ছিলেন- সংগঠনটির সহসভাপতি মোশাররফ হোসেন, সাইফুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক মাহমুদুল করিম খান, যুগ্ম সম্পাদক মুরাদ আলম মনির, মো. ফজলে রাব্বী, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মনির হোসেন, সদস্য সাইফুল মাসুদ, জিসান ও আমির হোসেন বাবু।
এমএইচএস