Logo
Logo

সারাদেশ

‘শ্রমিকদের স্বার্থ রক্ষায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৬

‘শ্রমিকদের স্বার্থ রক্ষায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

ছবি : প্রতিনিধি

‘শ্রমিকদের স্বার্থ রক্ষায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কিশোরগঞ্জ জেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যাপক মো. রমজান আলী।

শুক্রবার (১৩ ডিসেম্বর) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কিশোরগঞ্জ জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথি বলেন, ‘শ্রমিকদের স্বার্থ রক্ষায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। শ্রমিকদের আর কেউ ব্যবহার করতে পারবে না। আমাদের সংগঠন সবসময় শ্রমিকদের অধিকার ও কল্যাণে কাজ করে যাবে’

তিনি আরও বলেন, ‘শ্রমিকদেরকে রাজনৈতিক দলগুলো শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে। এবার এ ধরনের পরিস্থিতি মেনে নেওয়া হবে না।’

সম্মেলনের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি শহর প্রদক্ষিণ করে শিল্পকলায় এসে শেষ হয়। এতে জেলার ১৩টি উপজেলার নেতাকর্মী ও সমর্থকেরা এই এ দ্বিবার্ষিক সম্মেলনে অংশগ্রহণ করেন।

সংগঠনটির কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি খালেদ হাসান জুম্মন সভাপতিত্ব করেন।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন কিশোরগঞ্জ জেলা শাখার উপদেষ্টা মাওলানা নাজমুল ইসলাম, অধ্যাপক মোসাদ্দেক ভূইয়া। 

সম্মেলনে বক্তারা শ্রমিকদের অধিকার রক্ষায় সংগঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং শ্রমিকদের নিয়ে রাজনৈতিক উদ্দেশে কোনো ধরনের অপব্যবহারের কঠোর প্রতিবাদ জানান।

আব্দুর রউফ ভুঁইয়া/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর