ময়মনসিংহে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ
মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ১০:১১
ছবি : প্রতিনিধি
ময়মনসিংহে জাতির শ্রেষ্ঠ সন্তানদের পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৭ টায় দিবসটি উপলক্ষ্যে নগরীর থানাঘাট এলাকায় শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ।
এরপর সিটি করপোরেশন, রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসন, জেলা পুলিশ, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়া জেলা প্রশাসনের আয়োজনে বেলা ১১ টায় টাউনহল অডিটোরিয়ামে আলোচনা সভা, শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত, জয়নুল উদ্যানে আড়ম্বরপূর্ণ বিজয় মেলা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা বিকেলে শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক প্রতিযোগিতাসহ দিনব্যাপী নানা অনুষ্ঠান মালার আয়োজন করা হয়েছে।
এমআই